BY- Aajtak Bangla
23rd December, 2024
ভাল জামাতা বা জামাই পাওয়া যে কোনও কন্যাসন্তানের বাবা মায়ের স্বপ্ন।
জামাই মানেই শুধু আদর আপ্যায়ন করার পাত্র নয়। বরং একজন মেয়ে যেমন শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালন করে, সেরকমই একজন ছেলেরও উচিত তাঁর স্ত্রীর পরিজনদের প্রতি নিজের কর্তব্য পালন করা।
তাই মেয়ের বিয়ে দেওয়ার আগে জামাই কেমন তা অবশ্যই যাচাই করে নেওয়া মেয়ের মা-বাবাদের কর্তব্য।
দেখে নিন কোন কোন রাশির জাতকদের মধ্যে আদর্শ জামাই হওয়ার বৈশিষ্ট্য আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।
বৃষরাশির জাতকরা খুবই নির্ভরযোগ্য হন। নিরাপত্তা, স্থায়িত্বকে তাঁরা সম্মান করেন। পরিবার পরিজনদের খেয়াল রাখেন। একরোখা হলেও তাঁদের ভরসা করা যায়। জামাই হিসেবে অত্যন্ত কর্তব্যপরায়ণ।
কর্কটরাশির জাতকরা খুব আবেগপ্রবণ, যত্নশীল এবং স্পর্শকাতর। পরিবারের খেয়াল রাখেন। তাঁরা খুব ভাল শ্রোতা। জামাই হিসাবে আদর্শ।
তুলারাশির জাতকরা কূটনীতিতে পারদর্শী। জীবনে অনেক কিছু ব্যালান্স করে চলতে পারেন। সম্পর্ক মসৃণ রাখেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকে।
মকররাশির জাতকরা নিজের লক্ষ্যে অবিচল। ব্যক্তিগত ও পেশাদার জীবনে অভীষ্টে পৌঁছতে চান। পরিবারের জন্য নিবেদিত। স্ত্রীর পরিবারের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য।