BY- Aajtak Bangla

জোড়া ময়ূরের পালক রাখুন বাড়িতে, কীসের ইঙ্গিত জানেন?

7 May, 2025

ময়ূরের পালক দেখতে খুবই সুন্দর। আর এর মধ্যে প্রচুর শক্তি বা ক্ষমতা লুকিয়ে আছে।

জ্যোতিষ মতে ময়ূর পালকের মধ্যে অসংখ্য অলৌকিক গুণ রয়েছে।

এবার দেখে নেওয়া যাক ঘরে ময়ূর পালক রাখলে কী কী হয়।

ঘরের প্রবেশ দ্বারের সামনে এক জোড়া ময়ূর পালক ঝুলিয়ে রাখলে ঘরে কোনও রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাস্তু দোষ থাকলে তা কেটে যায়।

বেডরুমে একজোড়া ময়ূর পালক রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ অনেক কম হয় এবং পরিবারের সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

অর্থ আসছে কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না? ধনসম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশবাক্সে, আলমারিতে বা মানিব্যাগে একটা ময়ূরের পালক রাখুন।

রাহুদোষ, কালসর্প দোষ ও বিভিন্ন প্রকার গ্রহদোষের হাত থেকে মুক্তি পেতে বিছানার নীচে একটা ময়ূরের পালক রাখুন।

ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন, বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন। সাপ কখনও ঘরে প্রবেশ করতে পারবে না।

বালিশের নীচে ময়ূর পালক রেখে ঘুমোলে দুঃস্বপ্ন দেখবেন না।