BY- Aajtak Bangla
11 OCTOBER, 2023
দুর্গাপুজো বাঙালিদের সেরা উৎসব হলেও সারা দেশের সবথেকে বড় ধর্মীয় উৎসব হল দীপাবলি, দুর্গা ঠাকুরের বিদায়ের কিছুদিনের মধ্যেই মা কালীর আগমন হয়।
রামায়ণ অনুসারে বিজয়া দশমীর দিন রামচন্দ্র রাবণকে বধ করে দীপাবলির দিন লক্ষণ ও সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন।
তাঁদের স্বাগত জানাতে অযোধ্যা প্রদীপের আলোয় সেজে উঠেছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রথা চলে আসছে।
বিশ্বাস করা হয় এই দীপাবলির দিন প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুর আমাদের বাড়িতে প্রবেশ করে।
ভূত চতুর্দশী ও কালীপুজো, দিওয়ালি নিয়ে কয়েকদিন ধরেই ভারতবাসী আনন্দে মেতে থাকে।
অশুভ শক্তিকে দূর করতে এবারে ভূত চতুর্দশী পড়বে ১০ নভেম্বর।
এদিন ১৪ রকম শাক খাওয়া, ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।
কালীপুজো পড়বে ১১ নভেম্বর।
দিওয়ালি পড়বে ১২ নভেম্বর।