19 MAY 2025
BY- Aajtak Bangla
মা লক্ষ্মীকে ধন-সম্পত্তি, ঐশ্বর্য এবং সৌভাগ্যের দেবী হিসেবে পুজো করা হয়। যাঁদের উপর মা-এর কৃপা হয়, তাঁদের জীবনে ধনরাশি ও সুখের কোনও অভাব হয় না।
কথিত আছে, শ্রদ্ধা এবং নিয়ম মেনে ঘরে কিছু বস্তু রাখলে কোনও দিন শান্তি এবং ধন-সম্পত্তির অভাব হয় না।
কোন কোন বস্তু ঘরে রাখলে আপনিও উপকার পাবেন?
মনে করা হয়, লাল কাপড়ে সাদা কড়ি বেঁধে পুজোর স্থানে কিংবা আলমারিতে রাখলে অর্থাভাব ঘুচে যায়।
শ্রীয়ন্ত্র প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজোর স্থানে রাখা উচিত। এতে গৃহে শান্তি বজায় থাকে।
ধর্ম এবং বাস্তু, উভয়েই শঙ্কের গুরুত্ব রয়েছে। মা লক্ষ্মীর প্রিয় এই শঙ্কে জল ভরে ঘরে ছেটালে নেতিবাচক শক্তি বিনষ্ট নয়।
পদ্ম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। এটিকে পুজোর স্থানে রাখলে ঘরে সৌভাগ্য ফিরবে।
কচ্ছপ স্থায়িত্ব, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক। ঘরে স্বচ্ছ কচ্ছপের মূর্তি রাখলে বাস্তুদোষ কেটে যায়।
জলে ভরা কাঁচের পাত্রে কচ্ছপ রেখে পাত্রটি উত্তরদিকে রেখে দিতে হবে।