BY- Aajtak Bangla
4 April 2024
হিন্দু ধর্মে তুলসী গাছের আলাদা মহিমা রয়েছে। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
অনেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। ঘরে তুলসী গাছ রাখা শুভ বলে বিশ্বাস।
জীবনে কী ঘটতে চলেছে তার নানা ইঙ্গিত দেয় তুলসী গাছ।
তুলসী গাছ শুকিয়ে যাওয়া যেমন খারাপ বলে মনে করা হয়। আবার তুলসী গাছ সবুজ পাতায় ভরে গেলে শুভ ইঙ্গিত দেয়।
তুলসী গাছে অনেক সময় মঞ্জরী আসে। তুলসী মঞ্জরী খুবই শুভ বলে বিশ্বাস। তুলসী গাছে মঞ্জরী এলে সুখের সংসার হয়।
জ্যোতিষ মতে, তুলসী গাছে মঞ্জরী আসার অর্থ হল সংসারে সুখ আসবে। অর্থকষ্ট থাকবে না।
তুলসী মঞ্জরী লাল কাপড়ে মুড়ে ঠাকুর ঘরে রাখলে ঘরে কখনও টাকার অভাব হয় না। সুখ আসে জীবনে।
তুলসী মঞ্জরী লাল কাপড়ে মুড়ে বাড়ির পূর্ব দিকে রাখলেও অর্থলাভ হয়। ।
স্নানের জলে তুলসী মঞ্জরী ফেলে স্নান করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ।