26 July, 2023
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে তুলসী গাছের পুজো উপযোগী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী, সম্পদের দেবী, আসলে তুলসীতে বাস করেন।
পুজোয় তুলসী কাঠ ও পাতার ব্যবহার নিশ্চয়ই অনেক দেখেছেন। কিন্তু আপনি কি তুলসী মঞ্জরীর কথা জানেন?
তুলসী পাতার মাঝখানে মঞ্জরী বেরিয়ে আসে। বলা হয় তুলসী গাছ থেকে মঞ্জরি তুলে ফেলতে হবে। এতে তুলসীর ভার কমে যায়।
মঞ্জরী তুলে কিছু বিশেষ ব্যবস্থা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং সম্পদ বৃদ্ধি পায়।
বিশ্বাস করা হয়, তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই শ্রী হরিকে এর মঞ্জরী নিবেদন করলে মোক্ষ লাভ হয়।
ঘরোয়া কলহ হলে গঙ্গাজলে তুলসী পাতা মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিন। এতে ঘরে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।
অর্থ সমস্যার জন্য, প্রতি শুক্রবার লক্ষ্মীকে মঞ্জরি নিবেদন করুন। যারা এই ব্যবস্থা গ্রহণ করেন তাদের বাড়িতে কখনও অর্থের অভাব হয় না।
লাল রঙের কাপড়ে মঞ্জরি মুড়িয়ে টাকার জায়গায় রাখলে বাড়ির অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়।