BY- Aajtak Bangla

 বাড়ির এই দিকটায় রাখুন তুলসী মঞ্চ! অভাব- কষ্ট জীবনে চোখে দেখবেন না 

27 JANUARY, 2025

হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অনেক। এই গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে এবং এই গাছ পুজো করা হয়।

বিশ্বাস অনুযায়ী, বাড়িতে তুলসী গাছ থাকা শুভ। যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয়, সেখানে কখনও আর্থিক সমস্যা হয় না।

বাড়িতে তুলসী গাছ লাগালে সেখানে সর্বদা দেবী লক্ষ্মী বিরাজ করেন।

যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন, সেখানে মায়ের কৃপায় কখনও কষ্ট থাকে না।

একারণে তুলসী পুজার বিশেষ তাৎপর্য রয়েছে। তুলসীকে জলও দেওয়া হয়।

বাড়ির মূল দরজায় তুলসী গাছ রাখলে, সেখানে কখনও নেতিবাচকতা প্রবেশ করে না।

এর পাশাপাশি ঘরে সর্বদা আশীর্বাদ থাকে। পরিবারেও সুখ থাকে। কখনও কোনও আর্থিক সংকট হয় না।

 বাস্তু মতে, বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো খুব শুভ। তবে সবচেয়ে শুভ ঈশান কোণে তুলসী রাখা।