21  March, 2024

BY- Aajtak Bangla

তুলসী দিতে পারে উল্টো ফল, এভাবে ব্যবহারে সর্বস্ব হারাতে পারেন

হিন্দু ধর্মে তুলসী গাছকে অধিক শুভ বলে মনে করা হয়। এই গাছে দেবী লক্ষ্মীর অধিবাস। 

যাদের বাড়িতে তুলসী গাছ থাকে। সেখানে ইতিবাচক শক্তি বাস করে এবং সুখ শান্তি বৃদ্ধি পায়। 

তুলসী কৃষ্ণের প্রিয়। বাড়িতে একটি তুলসী গাছ রাখলে তা সংসারে সৌভাগ্যের সঙ্গে সমৃদ্ধি নিয়ে আসে।

তবে তুলসী ভুলভাবে ব্যবহার করলে সৌভাগ্যের বদলে কাঙাল করে দিতে পারে।

কখনও শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। এতে সংসারে ভয়ঙ্কর বিপদ নেমে আসে৷ শিবকে বেলপাতাই অর্পণ করুন। 

গণেশ পুজোতেও তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তুলসীগাছে লক্ষ্মীর বাস, তাই দেবীকেও তুলসী নিবেদন করবেন না।

তুলসী গাছ ঘরের ভিতরে রাখা উচিত নয়। সবসময় খোলামেলা জায়গায় রাখুন।

তুলসী শুধু গীতা, কৃষ্ণকেই নিবেদন করুন তাঁর চরণে ও প্রসাদে নিবেদন করতে পারেন। 

তুলসী সবসময় বাড়ির দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত।