BY- Aajtak Bangla

 ১২ মাস সবুজ থাকবে তুলসী গাছ! নার্সারি এক্সপার্টের টিপস 

12 NOVEMBER, 2024

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রায় প্রতিটি মন্দির তো বটেই, প্রতিটি বাড়িতেও এই গাছ থাকে। 

 তুলসী শুধুমাত্র ধর্মীয় দিক দিয়ে শুভ নয়। এই গাছের ওষধি গুণ অত্যন্ত বেশি। 

শীতের মরসুমে তুলসী গাছ সহজেই রোপণ করা যায়। তবে অনেক পাতা শুকনো হয়ে যায়, যা অত্যন্ত অশুভ। 

জেনে নিন কীভাবে সহজে ঘরে তুলসী গাছ লাগাবেন এবং বছরভর পাতা সবুজ- সুন্দর থাকবে। 

তুলসী গাছ লাগাতে হলে পাত্রের আকার মাঝারি বা বড় হতে হবে। মাটিতে ৫০% কোকো-পিট এবং ৫০% ভার্মিকম্পোস্ট মিশিয়ে পাত্র ভরাট করুন।

তুলসী গাছের জন্য সব সময় মাটির পাত্র বেছে নিন, যাতে জল জমে না। তুলসীকে সবুজ রাখতে গোবর শুকিয়ে গাছে রাখুন।

এছাড়া নিম পাতা শুকিয়ে তার গুঁড়ো বানিয়ে তুলসী গাছে লাগান।

পাত্রের মাটি একটু ভেজা থাকলে, তাতে জোর করে জল দেবেন না। গ্রীষ্মের তুলনায় শীতকালে গাছে কম জল দিন।

দুই-তিন মাসে একবার তুলসী গাছের ছাঁটাই করতে থাকুন, তুলসী গাছ থেকে কুঁড়ি কেটে আলাদা করতে থাকুন, গাছ ঘন হবে।

আমলকীতে পলিফেনল থাকায় তা ক্যানসারাস কোষের বাড়বৃদ্ধিতেও বাধা দেয়।