15 July, 2023
BY- Aajtak Bangla
বিপদ বলে-কয়ে আসে না। আগে থেকে সাবধান হলে বিপদের মোকাবিলা করা যায়।
আগাম বিপদের কথা জানিয়ে দিতে পারে তুলসী গাছ। বলে দেবে পরিবারের উপর দুর্যোগ ঘনাচ্ছে।
তুলসী গাছ ঘরে থাকা শুভ। মেলে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পাওয়া যায়। তুলসীই দেয় বিপদ-সংকেত।
সবুজ রঙের ঔজ্জ্বল্য নির্ভর করে বুধের উপর। গ্রহ অশুভ ফল দিলে তুলসী উজ্জ্বলতা হারায়। শুভ হলে সবুজ হয়ে ওঠে।
তুলসী গাছের পাতা ফিকে হলে লক্ষ্মী-নারায়ণের পুজো করুন। কাজে মন দিন।
তুলসীর চারা শুকিয়ে গেলে বুঝবেন ঘরে পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ থাকলে অশান্তি লেগেই থাকে।
তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ নেতিবাচক শক্তি রয়েছে। নেতিবাচক শক্তিকে দূর করতে সূর্যপ্রণাম করুন। ঘর পরিষ্কার রাখুন।
তুলসী গাছ হঠাৎ করে সবুজ পাতায় ভরে গেলে বুঝবেন সুখসমৃদ্ধি আসছে ঘরে।
তুলসী গাছে রোজ জল দিন। এতে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা মেলে।
তুলসী গাছ রাখুন ঘরের পশ্চিম দিকে। যদি কোনো গ্রহ শুভ ফল দেয়, তাহলে তুলসী গাছের শুভ প্রভাবে ক্রমশ বাড়তে থাকে।
ব্যবসা বা কর্মক্ষেত্রে ভাগ্য়োদয়ের জন্য প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন।