BY- Aajtak Bangla

  বাড়ির এই দিকে রাখুন তুলসী গাছ! নিশ্চিত ভাগ্য বদলাবে 

8 DECEMBER, 2023

হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন ধর্মীয় কাজে তুলসির ব্যবহার অত্যন্ত শুভ। 

পূরণ মতে, বাড়িতে তুলসী গাছ রাখার নির্দিষ্ট নিয়ম আছে। সঠিক নিয়ম না মানলে জীবনে খারাপ প্রভাব পড়ে।  

বাস্তু মতে, পূর্ব, উত্তর -পূর্ব, উত্তর কিংবা বাড়ির একেবারে কেন্দ্রীয় অংশে তুলসী গাছ রাখলে তা পরিবারের জন্য শুভ। 

সনাতন ধর্ম অনুযায়ী, কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসী গাছ লাগানো সবচেয়ে শুভ। 

বাড়ির অন্ধকার দিকে কখনই তুলসী গাছ রাখবেন না। খোলামেলা -আলোকিত স্থানে রাখুন। 

তুলসী গাছের চারিপাশ পরিষ্কার রাখতে হয়। জমা ময়লা, ঝাড়ু,পুরনো কাপড়,আবর্জনা, কাঁটাযুক্ত গাছ, তুলসীর আশেপাশে রাখবেন না।  

শুভ প্রভাবের জন্য সর্বদা বিজোড় সংখ্যায় তুলসী গাছ রাখুন। উদাহরণস্বরূপ, একটি, তিনটি বা পাঁচটি তুলসী গাছ লাগান। 

বাড়িতে বাগান থাকলে ক্যাকটাসের মতো রুক্ষ বা কাঁটাযুক্ত প্রজাতির গাছের কাছে তুলসী গাছ রাখবেন না।

একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রবিবার, রাত্রিবেলা তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া অশুভ।