BY- Aajtak Bangla
24 APRIL, 2024
বাড়িতে তুলসী গাছ রাখার নির্দিষ্ট নিয়ম আছে। সঠিক নিয়ম না মানলে জীবনে খারাপ প্রভাব পড়ে।
তুলসী গাছটি সঠিক দিকে রাখলে ঘরে সর্বদা সমৃদ্ধি বজায় থাকে।
সঠিক দিনে তুলসী চারা রোপণ করা উচিত। নয় অশুভ প্রভাব পড়তে পারে।
বাস্তু অনুসারে বৃহস্পতিবার বাড়িতে তুলসীর চারা রোপণ করা সবচেয়ে শুভ।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসে তুলসী গাছ লাগানো ভাল।
রবিবার তুলসী গাছ লাগানো বা স্পর্শ করা উচিত নয়।
নিয়মিত তুলসীকে জল দিতে হবে। তবে রবিবার ও একাদশীতে তুলসীকে জল দেওয়া অত্যন্ত অশুভ।