BY- Aajtak Bangla
7 FEBRUARY, 2024
বাস্তুশাস্ত্রে কচ্ছপের বিশেষ গুরুত্ব রয়েছে। আসলে কচ্ছপকে ভগবান বিষ্ণুর রূপ মনে করা হয়।
বিশ্বাস অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং মন্দ্রাচল পর্বতকে তার বর্মে ধারণ করেছিলেন।
কথিত আছে, যেখানে কচ্ছপ থাকে, সেখানে দেবী লক্ষ্মী আসেন। কচ্ছপ রাখলে ঘর ও অফিসে ইতিবাচক শক্তি বজায় থাকে।
কচ্ছপ আংটিও বর্তমানে পাওয়া যায়। দেখতে আকর্ষণীয় এরকম আংটি আজকাল অনেকের হাতে দেখা যায়।
অনেকে কারণ না জেনেই, শুধু দেখতে ভাল ভাল ভেবে এই ধরনের আংটি পরেন।
কচ্ছপ আকৃতির আংটি শুধুই দেখতে ভাল তা নয়, এটি পরলে সমৃদ্ধি- ধন - সম্পত্তি আসে জীবনে।
চীনা বাস্তুশাস্ত্রে লাফিং বুদ্ধ, তিন পায়ের ব্যাং, চীনা মুদ্রার গুরুত্বের মতোই কচ্ছপের আংটির গুরুত্ব রয়েছে।
বলা হয় এই আংটি পরলে কপাল খুলে যায়, টাকা-পয়সার কোনও অভাব হয় না।
তবে এই আংটি রুপো দিয়ে তৈরি করলে তবেই নাকি এর উপকার পাওয়া যাবে। অবশ্যই ডান হাতের তর্জনী বা মধ্যমাতে পরবেন এই আংটি।
খেয়াল রাখবেন আংটির মাথা যেন নিজের দিকে থাকে। যদি কচ্ছপের মুখ বাইরে থাকে তাহলে টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।