18 September, 2023
BY- Aajtak Bangla
মঙ্গলবার গোট দেশজুড়ে শুরু হয়ে যাবে গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে এই উৎসব চলে দশদিন ধরে।
গণেশ সিদ্ধিদাতা। তাঁর নাম স্মরণে যাত্রা শুভ হয়, কার্যসিদ্ধি ঘটে, অঘটন রোধ সম্ভব হয়।
কিন্তু কোন গণেশ বাড়ির জন্য শুভ, তা অনেকেই জানেন না। আসুন জেনে নিই।
বাস্তু ও তন্ত্র মতে, বামাবর্ত শুঁড়বিশিষ্ট গণপতিই সবথেকে শুভ মূর্তি। এই মূর্তি বাড়িতে রাখলে সব কাজে সাফল্য আসে।
বসা অবস্থায় গণেশ মূর্তি বাড়ির জন্য খুবই শুভ। বসা অবস্থায় থাকা গণেশ ঠাকুরের মূর্তি বাড়াতে এনে রাখলে বেজায় উপকার পাওয়া যায়।
গণেশ ঠাকুর নৃত্যরত অবস্থায় রয়েছে, এমন মূর্তি বাড়িতে নিয়ে আসবেন না। এগুলি বাড়িতে আনলে সুখ-শান্তি ভঙ্গ হয়।
হিন্দু শাস্ত্র অনুসারে ডান দিকে শুঁড় রয়েছে এমন গণেশ ঠাকুরের মূর্তি প্রতিদিন নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করতে হয়।
আর যদি ঠিক ঠিক নিয়ম মেনে এই পুজো করা না যায়, তাহলে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে উপকার হওয়ার থেকে অপকার হয় বেশি।
গণেশ ঠাকুরের এমনও মূর্তি রয়েছে, যাতে শুঁড় ছুয়ে থাকে হাতে থাকা লাডডু বা মিষ্টিকে। এমন ধরনের মূর্তি বাড়িতে এনে রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো।
গণেশ ঠাকুরর শুঁড় ডান দিকে বা বাঁদিকে না থেকে যদি সোজা থাকে, তাহলে এমন মূর্তি কিনতে ভুলবেন না যেন! কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের গণেশ মূর্তি বেজায় শুভ।
যে সব মূর্তিতে গণেশ বসার সময় তাঁর আসনের উপর হেলান দিয়ে থাকেন, সেটি বাস্তুসম্পদ এবং বিলাসের প্রতীক হিসাবে ধরা হয়।