7 May,, 2024

BY- Aajtak Bangla

আগামীকাল বৈশাখী অমাবস্যা, ভুলেও এই ৫ কাজ করবেন না 

বৈশাখী অমাবস্যা দর্শ অমাবস্যা নামেও পরিচিত। এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

এবার বৈশাখী অমাবস্যা পালিত হবে ৮ মে। বৈশাখ অমাবস্যা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়।

বৈশাখী অমাবস্যার দিনে পূর্বপুরুষদের নামে স্নান, দান ও নৈবেদ্য দেওয়া হয়। জেনে নেওয়া যাক বৈশাখী অমাবস্যার দিনে কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়।

বৈশাখী অমাবস্যার দিনে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। বরং খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত।

বৈশাখী অমাবস্যার দিনে ভুল করেও তামসিক খাবার (গুরুপাক) খাওয়া এবং মদ্যপান করা উচিত নয়।

বৈশাখী অমাবস্যার দিনে নিজেকে ইতিবাচক রাখুন। এই দিন কোনও ভুল শব্দ ব্যবহার করবেন না।

বৈশাখী অমাবস্যার দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয় কারণ তুলসী ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয়।

বৈশাখী অমাবস্যার দিনে কালো কাপড় পরবেন না। এতে জীবনে নেতিবাচক শক্তি আসে।