28 JANUARY 2025
BY- Aajtak Bangla
বাড়িজুড়ে ইঁদুর-ছুঁচোর উৎপাতে নাজেহাল? বাড়িতে ইঁদুর ঢুকলেই মাথা ঘুরে যায়। এদের বাড়ি থেকে উৎখাত করা খুব কঠিন কাজ।
অনেকে ইঁদুর ঢুকলে বিষ খাইয়ে মেরে ফেলেন, অনেকে ট্র্যাপ ফেঁদে বাইরে বের করে দেন। জেনে নিন বাড়িতে ইঁদুর ঢোকা শুভ নাকি অশুভ।
ঘরে ইঁদুর এবং ছুঁচো আপনাকে অনেক শুভ এবং অশুভ লক্ষণ দেয়। এগুলো অর্থের আগমন নির্দেশ করে। বলা হয় যে ঘর থেকে বেরনোর সময় ইঁদুর দেখা অশুভ লক্ষণ।
বাড়িতে ইঁদুর ঢুকলে তা রান্নাঘরের চাল, ডাল, আটা, আলু সবেতে মুখ দেয়। ইলেক্ট্রিকের তার, কাপড় কেটে দেয়।
হিন্দু ধর্মে ইঁদুরকে ভগবান গণেশের বাহন বলে বিবেচনা করা হয়। কিন্তু ঘরে ঘন ঘন ইঁদুর আসা অশুভ বলে মনে করা হয়।
বাড়িতে ইঁদুর শব্দ করা কোনও অশুভ ঘটনার ইঙ্গিত দেয়।
ইঁদুর বারবার বাড়ির জিনিস কাটলে তা জীবনে সুখ ও সমৃদ্ধিতে বাধা দেয়।
তবে ইঁদুর মারবেন না, ভগবান গণেশ রুষ্ট হতে পারেন।