BY- Aajtak Bangla
11th April, 2024
প্রত্যেক মানুষই চান তাঁর জীবনে যেন কোনও অভাব-অনটন না থাকে।
তাঁর বাড়ি-ঘর যেন সর্বদা সুখে-সমৃদ্ধে ভরপুর থাকে।
কিন্তু অনেক সময়ই দেখা যায় যে শত পরিশ্রমের পরও মনের মতো আয় করতে পারছেন না ব্যক্তি।
তবে এমন অনেক উপায় রয়েছে সেটা যদি নিষ্ঠা সহকারে ও বিশ্বাস নিয়ে করা যায় তাহলে খুব শীঘ্রই ব্যক্তি আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে পারে।
আর এর জন্য দরকার দারুচিনি। যেটা প্রত্যেকের বাড়ির রান্নাঘরে সহজেই পাওয়া যায়।
বাস্তুতে এটা খুবই সহজ এক টোটকা। যা মাসের প্রথম রবিবার করলে আপনার বাড়িতে নেতিবাচকতা দূর হয়ে যাবে।
অর্থ ঢোকার একাধিক রাস্তা খুলে যাবে। পজিটিভ এনার্জি দেখা দেবে বাড়িতে।
এর জন্য দরকার দারুচিনি গুঁড়ো। যে কোনও মাসের প্রথম রবিবার এটা করতে হয়।
প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে নিন। এরপর দিনের যে কোনও সময়ে এই দারুচিনির টোটকাটা করতে হবে।
প্রথমে ডানহাতে একটু দারুচিনির গুঁড়ো নিন। ঘরের বাইরে গিয়ে ঘরের দিকে মুখ করে ফুঁ দিয়ে গুঁড়োটা উড়িয়ে দিন।
এরপর ঘরে ঢুকে হাতটা ঝেড়ে নিন ঘরের মধ্যে। এটার পর পুরো একটা দিন ওই ঘরে ঝাঁটা বা ঘর মোছা চলবে না।
এই টোটকা ভক্তিভরে করলেই অর্থের অভাব কাটবে খুব তাড়াতাড়ি।