BY- Aajtak Bangla
6 May, 2025
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের নেতিবাচকতা থেকে শুরু করে খারাপ নজর হটানোর জন্য অথবা ব্যবসায় লাভ করতে ফিটকিরির উপকারিতা প্রচুর।
বাস্তুশাস্ত্র অনুসারে, ব্যবসায় উন্নতি চাইলে ফিটকিরির ব্যবহার বেশ ভাল বলেই প্রমাণইত হয়েছে।
ব্যবসায় উন্নতির জন্য সাদা ফিটকিরিকে লাল কাপড়ে বেঁধে দোকান বা অফিসে টাঙিয়ে রাখুন। ভাল ফল দেখতে পাবেন।
বাস্তুশাস্ত্র অনুসারে, ফিটকিরির ব্যবহার খারাপ নজর থেকে বাঁচার জন্য করা হয়ে থাকে।
খারাপ নজর থেকে বাঁচানোর জন্য ফিটকিরিতে সর্ষের দানা ও নুন লাগিয়ে ৭ বার নিজের চারদিকে ঘুরিয়ে জ্বালিয়ে দিন।
রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে ফিটকিরির ব্যবহার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে।
ভাল ঘুমের জন্য সাদা ফিটকিরি নিজের বালিশের নীচে ৭ রাত পর্যন্ত রেখে দিন। এরপর জ্বালিয়ে দিন।
বাস্তুশাস্ত্র অনুসারে, ফিটকিরির ব্যবহার ঘরে নেতিবাচক শক্তিকে দূর করতেও ব্যবহার করা হয়।
নেতিবাচকতা দূর করতে ঘরের প্রধান দরজার বাইরে সাদা কাপড়ে ফিটকিরি বেঁধে টাঙিয়ে রাখুন ও সন্ধ্যেতে ওই জায়গায় প্রদীপ জ্বালান। সমস্যা দূর হবে।