BY- Aajtak Bangla
25th December, 2024
বাস্তু শাস্ত্রে কিছু এমন পশুর কথা বলা হয়েছে, যাদের ঘরে পোষা খুবই শুভ বলে মনে করা হয়।
বাস্তু শাস্ত্র অনুসারে, ঘরে এই ধরনের প্রাণী পুষলে সেই বাড়িতে ধন-সম্পত্তির কোনও অভাব থাকে না। সব সময়ই সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে খরগোশ পোষা ভাল বলে মনে করা হয়। খরগোশের বাড়িতে পোষা খুবই শুভ।
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে খরগোশ পুষলে বাডি থেকে নেতিবাচকতা চলে যায় আর সর্বদা ইতিবাচকতা বজায় থাকে।
বাস্তু শাস্ত্র মতে, মাছেদের শুভ বলে মনে করা হয়। এইজন্য বাড়িতে মাছ রাখাও ভাল।
কেউ যদি বাড়িতে মাছ রাখে তাহলে সেই ঘরে সুখ-স্বাচ্ছন্দ্য আসে। সবসময় সেই বাড়ির পরিবেশ আনন্দদায়ক থাকে।
মাছকে অর্থ-সম্পদের প্রতীক বলে মনে করা হয়। এরকম অবস্থায় বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ রাখা শুভ।
বাড়িতে কচ্ছপ পোষাও শুভ বলে মনে করা হয়। যদি আপনি বাড়িতে কচ্ছপ পোষেন তাহলে সেই বাড়িতে অর্থের অভাব দেখা দেয় না।
কচ্ছপ পুষলে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ধনলক্ষ্মীর আশীর্বাদে কখনও পকেট ফাঁকা থাকে না।