30 March, 2024
BY- Aajtak Bangla
যদি আর্থিক সংকটের সম্মুখীন হন তবে রান্নাঘরে কিছু ভুলও এর কারণ হতে পারে।
বাস্তুতে রান্নাঘরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তু মতে রান্নাঘরে অনেক কিছুরই খেয়াল রাখা উচিত।
অনেকেই খাবার জন্য ফল এবং অন্যান্য জিনিস কেনেন। তবে সেগুলি বেশি খান না।
এ কারণে কিছু দিন পরও এসব ফল বা অন্যান্য খাবার পচে রান্নাঘরে পড়ে থাকে।
বাস্তুশাস্ত্র অনুসারে, এই অবস্থা যদি আপনার রান্নাঘরে হয় তাহলে ঘরে আর্থিক সংকট ঢুকতে পারে।
রান্নাঘরে এই জিনিসগুলির এমন অবস্থায় থাকলে বাড়িতে নেতিবাচকতা আসে। মা লক্ষ্মীও এখানে থাকেন না।
তখন তারা নিজেরাও বুঝতে পারেন না কেন তাঁরা এমন সমস্যায় পড়ছেন।
অনেকে রাত্রে রান্নাঘরে বাসনপত্র ফেলে রাখে এবং পরের দিন সকাল পর্যন্ত নোংরা অবস্থায় থাকে।
বাস্তুশাস্ত্র অনুসারে এটা করাও ঠিক নয়। এ কারণে ঘরে অর্থের অভাব হতে পারে।