BY- Aajtak Bangla

ঘরে রেখে দেখুন এই ৩ মূর্তি, অভাব-অনটন ভুলে যাবেন

19 February 2024

 বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে যদি তিন ধরনের মূর্তি রাখা হয়, তাহলে বাড়ির সমস্ত সদস্যদের কখনও অর্থের জন্য কোনও সমস্যায় পড়তে হবে না।

চলুন জেনে নিই বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন মূর্তি ঘরে রাখা প্রয়োজন।

বাস্তুশাস্ত্রে এমন তিন দেব-দেবীর কথা বলা হয়েছে, যাদের মূর্তি ঘরে রাখলে সব সমস্যার সমাধান হয়।

আসলে, ঈশ্বরের এই তিন মূর্তি একজন ব্যক্তিকে তার আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে।

যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও আশানুরূপ ফল না পায়। এখন আর টেনশন নেওয়ার দরকার নেই, বাস্তুশাস্ত্র অনুসারে এই তিন দেব-দেবীর মূর্তি ঘরে রাখলে আর্থিক সমস্যা দূর হওয়া ছাড়াও আরও অনেক উপকার পেতে পারেন।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি রাখতে হবে।  হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসাবে বিবেচনা করা হয়। তাই এটি সব ধরনের অর্থ সমস্যার সমাধান করে।

তবে মনে রাখবেন বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর মূর্তি গনেশের ডান দিকে স্থাপন করা উচিত।

বাস্তুশাস্ত্র অনুসারে কুবেরের মূর্তি অবশ্যই বাড়ির মন্দিরে রাখতে হবে। আসলে কুবের দেবতা সম্পদের দেবতা হিসেবে পূজিত হন। যদি কেউ ইচ্ছা করেন, তিনি কুবেরের মূর্তিটি তার বাড়ির সিন্দুকেও রাখতে পারেন, এতে আর্থিক সুবিধা হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে গণেশের মূর্তি থাকতে হবে। ভগবান গণেশ হলেন প্রথম পূজিত দেবতা। যার আশীর্বাদে যে কোন কাজ বিনা বাধায় সম্পন্ন হয়। তাকে  প্রতিষ্ঠায় ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করে।