26 April, 2025
BY- Aajtak Bangla
পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তু শাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে।
সেক্ষেত্রে নুনের ভূমিকা অনস্বীকার্য। নুন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখে।
তবে সাদা নুনের পরিবর্তে যদি সৈন্ধব লবণ বা হিমালয়ান নুন ব্যবহার করেন তাহলে ফল বেশি পাওয়া যাবে।
বাস্তু শাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। ।
পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ-শান্তিতে জীবন ভরে যায়। ।
বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন, যেখানে কারও হাত না-পৌঁছতে পারে।
পাত্রে রাখা এই ক্রিস্টল নুন কিছু দিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে।
শনিবার ঘর মোছার জলে এক চুটকি সৈন্ধব লবণ মিশিয়ে গোটা ঘরটা মুছে নিন।
এতে করে ঘরের নেতিবাচকতা দূর হবে আর বাড়ির বাস্তু দোষও কাটবে।