BY- Aajtak Bangla

গোলাপি নুন দিয়ে ঘর মুছুন, তারপরই শুরু খেলা

7 May, 2025

বাড়ির বাস্তু ঠিক রাখতে অনেক সময়ই আমরা অনেক কিছু করে থাকি।

সৈন্ধব লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর তরে পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখে।

বাস্তু শাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে।

লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে।

আসুন জেনে নিন সেইসব সহজ নুন দিয়ে করা টোটকা।

কাচের পাত্রে ৪-৫টি লবঙ্গের সঙ্গে স্বল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন, যেখানে কারও দৃষ্টি না পৌঁছয়।

এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে।

বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন, যেখানে কারও হাত না-পৌঁছতে পারে।

পাত্রে রাখা এই ক্রিস্টল নুন কিছু দিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এর ফলে বাথরুমের বাস্তু দোষ দূর হবে।

এক বালতি জলে সৈন্ধব লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে এক বার এই উপায় করতে পারেন।