BY- Aajtak Bangla
28 April, 2024
অনেক সময় রান্নাঘরে কাজ করার সময় হাত থেকে কিছু পড়ে যেতেই পারে। এটা একেবারেই স্বাভাবিক বিষয়।
এটা হয়ত আপনি ততটা গুরুত্ব দিয়ে দেখছেন না কিন্তু বাস্তু শাস্ত্রে এর গুরুত্ব রয়েছে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার রান্নাঘরে কিছু এমন জিনিস রয়েছে যেটা পড়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। ব্যক্তিকে সঙ্কটের সম্মুখীন হতে হয়।
রান্নাঘরে কখনই নুন পড়ে যাওয়া ভাল নয়। শাস্ত্র অনুযায়ী এর সঙ্গে শুক্র গ্রহ ও চন্দ্রের যোগাযোগ আছে।
মনে করা হয় নুন পরে যাওয়া মানে খুব শীঘ্রই আপনি কোনও বড় বিপদে পড়তে চলেছে।
রান্নাঘরে কখনও দুধও পড়া শুভ নয়। দুধের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। তাই বার বার দুধ উথলে পড়ে যাওয়া জন্মছকে চন্দ্র গ্রহকে দুর্বল করে দেওয়ার সঙ্কেত।
রান্নাঘরে সর্ষের তেল পড়তে দেওয়া উচিত নয়। এতে শনিদেব রুষ্ট হন। কারণ শনিদেবের সঙ্গে সর্ষে তেলের সম্বন্ধ রয়েছে।
বিশ্বাস করা হয় যে কোনও কারণ ছাড়া রান্নাঘরে সর্ষের তেল পড়ে যাওযা ভালো লক্ষণ নয়, এতে শনির কুনজর পড়তে পারে।