27 JUNE, 2023
BY- Aajtak Bangla
সংসারে অশান্তি-দারিদ্র, ঘড়িটা ভুল জায়গায় নেই তো?
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালে লাগানো ঘড়ি কেবল সময় দেখার যন্ত্রই নয়, এটি ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে।
দেওয়ালে ঘড়ি লাগানোর আগে এর সঠিক দিক ও বাস্তু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া জরুরি।
পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে ঘড়ি লাগানো শুভ বলে মনে করা হয়।
পূর্ব দেওয়ালে ঘড়ি লাগিয়ে ঘরে প্রবেশ করেন লক্ষ্মী।
ঘরের কোনো দরজার ওপর ঘড়ি থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন।
বস্তু মতে, ভাঙ্গা বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখা একেবারেই উচিত নয়।
বাড়িতে ভাঙ্গা ঘড়ি বা বন্ধ ঘড়ি রাখলে দারিদ্রতা বাড়ে।
হালকা সবুজ, বাদামী ও হলুদ রঙের ঘড়ি পরলে শুভ বলে মনে করা হয়।
এই নিয়ম মেনে চললে সব অশান্তি দূরে চলে যাবে।
Related Stories
হঠাৎ বাম অথবা ডান চোখ লাফাচ্ছে, কীসের ইঙ্গিত?
আপনার ভাগ্যে কী আছে আজ? জানুন গুরুবারের রাশিফল
বাড়ির এসব স্থানে রাখুন ময়ূরের পালক, বাস্তু টিপস মানলে ভাগ্য পাল্টাবে
আপনার ভাগ্যে কী আছে আজ? জানুন বুধবারের রাশিফল