BY- Aajtak Bangla
10 April, 2024
বিশেষ অনুষ্ঠান যেমন বিবাহ, গৃহপ্রবেশ, জন্মদিন বা বিবাহবার্ষিকী, এমনকি বহুদিন পর কেউ বাড়ি এলে কিছু না-কিছু উপহার নিয়ে আসেন।
বাস্তু শাস্ত্র মতে এই উপহারগুলির মধ্যেও ইতিবাচক ও নেতিবাচক শক্তির বাস হয়। কিছু কিছু উপহার অত্যন্ত শুভ। এ ধরনের উপহার কাউকে দিলে বা পেলে সৌভাগ্য বৃদ্ধি পায়।
জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রে এমন কয়েকটি উপহার সম্পর্কে জানানো হয়েছে, যা ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি করে। আপনিও কাউকে এই বস্তুগুলি উপহারে দিলে বা কারও কাছ থেকে উপহার পেলে আপনার ভাগ্যোদয় ঘটতে পারে।
কারণ এর প্রভাবে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করেন। বাস্তু অনুযায়ী এখানে কোন কোন উপহারের কথা বলা হচ্ছে জেনে নিন--
আপনার কোন প্রিয়জনকে যদি উপহার দিতে হয় তাহলে আপনি পিতলের গণেশ ঠাকুর দিতে পারেন। শাস্ত্র বলে পিতলের গণেশ ঠাকুর দেওয়া শুভ লক্ষণ।
দরজার সামনে গনেশের মূর্তি রাখা ভালো। এতে বাড়িতে পজিটিভিটি বাড়ে।
এছাড়াও পিতলের গণেশের মূর্তি ঘরের শোভা বাড়িয়ে তোলে। বাস্তুতন্ত্রেও গণেশের মূর্তি শুভ বলে ধরা হয়।
ক্রিস্টালকেও বাস্তুতন্ত্রে শুভ মনে করা হয়। ক্রিস্টালের ফুল আপনি উপহার হিসাবে দিতে পারেন।
এই ফুল ঘরে রাখলে এর গন্ধ চারিদিকে ছড়িয়ে পরে এবং ঘরে শান্তির পরিবেশ তৈরি হয়। ক্রিস্টালের ফুল মন শান্ত রাখতেও কার্যকরী।
আপনি উপহার হিসেবে আপনি বাস্তুযন্ত্রের ছবি দিতে পারেন। এতে বাস্তুর দোষ থাকলে তা কেটে যাবে।