27 July, 2023
BY- Aajtak Bangla
সনাতন ধর্মে, লক্ষ্মীর দ্বিতীয় নাম সম্পদের দেবী। বিশ্বাস করা হয় তাঁর পুজো করলে বাড়িতে অর্থের অভাব হয় না।
ধর্মীয় শাস্ত্র অনুযায়ী ঘরে লক্ষ্মীর মূর্তি স্থাপনের কিছু নিয়ম আছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয় যে বাড়িতে লক্ষ্মীর মূর্তি সঠিক দিকে রাখলে অর্থ ও খাদ্যের অভাব হয় না।
জেনে নিন লক্ষ্মীর প্রতিষ্ঠার সঠিক দিক কোনটি। যখনই দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করা হয়, তখন তার সঙ্গে গণেশের মূর্তি স্থাপন করা উচিত।
লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপনের সঠিক দিক হল উত্তর। এতে করে জীবনে যশ ও গৌরব বৃদ্ধি পায়। চাইলে উত্তর-পূর্ব দিকেও লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে পারেন।
লক্ষ্মীর ছবি বা মূর্তি এমনভাবে স্থাপন করতে হবে যেন পদ্ম ফুলের উপর দেবী লক্ষ্মী বসে আছেন।
বাড়িতে কখনও লক্ষ্মীর ভাঙা ছবি বা মূর্তি রাখবেন না। এতে ব্যক্তিকে আর্থিক সংকটে পড়তে হতে পারে।