17 May, 2025

BY- Aajtak Bangla

রাস্তায় বেড়িয়েই মরা দেখলেন, কীসের ইঙ্গিত জানুন?

আমাদের দৈনন্দিন অনেক কাজের সঙ্গেই শুভ-অশুভ যোগ রয়েছে।

আর এইসব বিষয়গুলি অনেকেই মেনে চলেন তাঁদের প্রতিদিনের জীবনে।

অনেকেই বাড়ি থেকে কোনও বেড়িয়ে রাস্তায় মৃতদেহ দেখলেন। অনেকেরই ধারণা এটা অশুভ। আসুন তাহলে সত্যিটা জানুন।

শাস্ত্র মতে মৃত্যু মানেই শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়া। আত্মা বেরিয়ে যাওয়া।

মৃত্যুর পরে দেহ ধীরে ধীরে পঞ্চভূতে বিলিন হয়ে যায়। শাস্ত্র মতে কিন্তু মৃতদেহ কখনই অশুভ নয়।

অনেকেই ধারণা রয়েছে কোনও শুভকাজে যাওয়ার সময় মৃতদেহ দেখা খারাপ। এটা ঠিক নয়। মৃতদেহ শুভ।

রাস্তায় মৃতদেহ দেখলে পাশ কাটিয়ে যাবেন না। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপর চলে যান।

মৃতদেহ দেখলে মাথা নিচু করে শিব শিব নাম জপ করুন। পুরাণ মনে মৃত্যুর পরেও আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে।

কিন্তু দ্রুত সেই স্থান ত্যাগ করে না। কিছুক্ষণ সেখানেই থাকে। শরীর ত্যাগের দুঃখ থাকে। তাই শিবের নাম আত্মাকে শান্তি দেয়।