25 May, 2024
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে গঙ্গাজলের অপরিসীম গুরুত্ব রয়েছে। বেশিরভাগ পুজোই গঙ্গাজল ছাড়া হয় না। গঙ্গাকে মাতৃরূপে কল্পনা করা হয়েছে।
কথিত আছে, গঙ্গাস্নান করলে জীবনের সব পাপ ধুয়ে যায়। বাড়িতে গঙ্গা জল রাখলে ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে এবং নেতিবাচক দূর হবে।
তাছাড়াও বাড়ি শুদ্ধ রাখতে গঙ্গাজল ছিটানো হয়। তবে বাস্তুশাস্ত্রে গঙ্গাজল বাড়িতে রাখলে কয়েকটি নিয়ম মেনে চলতেই হয়। না হলে নানান অশুভ ফল মেলে।
প্লাস্টিকের বোতলে কখনোই গঙ্গাজল রাখবেন না। গঙ্গাজল রাখলে তামা, পিতল, মাটি, বা রুপোর পাত্রে রাখুন।
বেশিদিন গঙ্গাজল রাখবেন না বাড়িতে দীর্ঘদিন ধরে গঙ্গাজল বাড়িতে রেখে দেবেন না। এটি খুব অশুভ বলে মনে হয়।
নোংরা হাতে কখনোই গঙ্গাজল ধরবেন না। হাত পরিষ্কার করে তবেই কিন্তু গঙ্গাজল ধরবেন। নোংরা হাতে গঙ্গা জলে হাত দিলে বিশুদ্ধতা নষ্ট হয়। রেগে যান মা গঙ্গাও।
কোনও কারণ ছাড়া বা কোনও উদ্দশ্য ছাড়া বাড়িতে মোটেও গঙ্গাজল ছিটাবেন না। গঙ্গাজল শ্রদ্ধার জিনিস। তাই এই গঙ্গাজল যখন তখন ছিটালে এর পবিত্রতা নষ্ট হয়।
গঙ্গাজল সবসময় ঠাকুরের ঘরেই রাখার চেষ্টা করবেন। তবে যে ঘরে আপনি শোবেন, সেই ঘরে একদম গঙ্গাজল রাখা উচিত নয়।
যে ঘরে আপনার গঙ্গা জল রয়েছে সেই ঘরে কখনোই জুতো পরে ঢুকবেন না। ঠিক তেমনি জুতো পড়ে কখনোও গঙ্গা জলের বোতল স্পর্শ করবেন না।