BY- Aajtak Bangla

দোল দোল দুলুনি! ঘরের এখানে দোলনা ঝোলান, টাকায় ভরবে বাড়ি

6th April, 2024

বাড়ির ভেতরে যে কোনও জিনিস রাখার গুরুত্ব বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে।

অনেকেই নিজের বাড়িতে ঘরের ভেতরে দোলনা রাখেন।

বাড়িতে দোলনা বসানোর সময়ও বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা জরুরি। যদি দোলনা ভুল দিকে রাখা থাকে, তাহলে ঘরে বাস্তু দোষ দেখা দিতে পারে।

এর দরুন, সংসারে প্রবল সমস্যা দেখা যায়, বাড়ির সদস্যদের শারীরিক ক্ষতিও হতে পারে।

জেনে নিন যে, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে দোলনা রাখা উচিত।

বাস্তুশাস্ত্রে ঘরে দোলনা বসানো শুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, ঘরে দোলনা বসালে ইতিবাচকতার প্রবাহ বাড়ে এবং নেতিবাচক শক্তি নষ্ট হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কাঠের তৈরি দোলনা বসাতে হবে। কাঠের তৈরি দোলনা বসালে ঘরে টাকা থাকে এবং আর্থিক অবস্থা মজবুত হয়।

দোলনাকে সর্বদা সেই দিকে রাখা উচিত, যেখান থেকে এটি পূর্ব থেকে পশ্চিমে দোল খায়।

উত্তর বা পূর্ব দিকে মুখ করে দোল দিলে ভাগ্য সবসময় সহায় থাকে। 

দোলনা কখনই দক্ষিণ দিকে রাখা উচিত নয়।