BY- Aajtak Bangla
01 AUGUST, 2023
বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ুতে মা লক্ষ্মীর অধিষ্ঠান। ঝাড়ু কেনা ও রাখার কিছু নিয়ম আছে।
ঝাড়ু রাখার শুভ দিক দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয় যে, ঝাড়ু ভুল দিকে রাখলে ঘরে নেতিবাচক শক্তি বিরাজ করে।
জানুন, ঝাড়ু সংক্রান্ত বাস্তুর কিছু নিয়মের দিকে খেয়াল রাখা উচিত।
বাড়িতে নতুন ঝাড়ু আনলে, পুরানোটি তখনই ফেলে দেওয়া উচিত নয়।
পুরানো ঝাড়ু ফেলা উচিত শুধুমাত্র অমাবস্যা- শনিবার হোলিকা দহনের দিন।
ঝাড়ু সব সময় বাড়ির কোনও কোনে লুকিয়ে রাখতে হবে। যাতে আসা-যাওয়ার পথে কেউ দেখতে না পায়।
এটি কখনই পায়ে লাগানো উচিত নয়। এতে ঘরে দারিদ্র্যতা দূর হয়। কারণ এটি মা লক্ষ্মী হিসাবে বিবেচিত হয়।
নতুন ঝাড়ু কিনে শনিবার ব্যবহার করা শুরু করুন। এতে দেবী খুশি থাকেন।
বাস্তু মতে সূর্যাস্তের পর ঘরে ঝাড়ু ব্যবহার না করাই।