BY- Aajtak Bangla
24 December 2023
r
বাস্তুশাস্ত্র পুরনো বিজ্ঞানগুলির মধ্যে একটি। বাস্তুশাস্ত্রে, ঘরের আসবাব থেকে শুরু করে দিক পর্যন্ত সমস্ত কিছুর বিষয়ে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।
সনাতন ধর্মে দক্ষিণ দিককে যমের অভিমুখ বলা হয়েছে। দক্ষিণ দিককে পূর্বপুরুষের দিক বলা হয়। তাই বাস্তুতেও দক্ষিণ দিকের নিয়মের কথা বলা হয়েছে।
দক্ষিণ দিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি খেয়াল না রাখলে মানুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
আসুন জেনে নেওয়া যাক বাস্তু অনুসারে দক্ষিণ দিকের নিয়ম।
সনাতন ধর্মে প্রদীপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই প্রদীপ ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে প্রদীপ সংক্রান্ত অনেক নিয়ম বর্ণিত হয়েছে।
বাস্তু মতে ভুল করেও দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয়। এ কারণে পরিবারের সদস্যদের সমস্যা বাড়তে থাকে। বাস্তুতে, প্রদীপ জ্বালানোর সঠিক দিক হল উত্তর।
বাস্তু অনুসারে জুতো ও চপ্পল কখনই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এ কারণে পরিবারের সদস্যরা পিতৃ দোষে দুষ্ট হন। ৬
আপনার কখনই দক্ষিণ দিকে কোনও ইলেকট্রনিক জিনিস রাখা উচিত নয়। এর থেকেও খারাপ ফল পাবেন।
বাড়ির দক্ষিণ দিকে কখনও মন্দির থাকা উচিত নয়। পুজোর ঘর দক্ষিণ দিকে থাকা অত্যন্ত অশুভ। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, যার ফলে পরিবারের সদস্যদের খারাপ ফল ভোগ করতে হয়।
ধর্মে তুলসীকে একটি অত্যন্ত পবিত্র ও পূজনীয় উদ্ভিদ বলা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয়। এতে করে ঘরে নেতিবাচকতা তৈরি হতে থাকে যার ফলে ঘরের সুখ-শান্তি নষ্ট হয়ে যায়।