25 July, 2024
BY- Aajtak Bangla
মা লক্ষ্মীকে বলা হয় সম্পদের দেবী। কথিত আছে, লক্ষ্মী দেবীর আরাধনা করলে আর্থিক সমস্যার অবসান ঘটে। এ ছাড়া কুবের ও শুক্র গ্রহও লাভবান হয়।
বাস্তু শাস্ত্রে বিশ্বাস শুক্রবার বিশেষ ব্যবস্থা নিলে সহজে টাকা পাওয়া যায়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে নিয়মিত দান করলেও অর্থের অভাব হয় না।
জেনে নিন অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে বাস্তু মতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে।
ভুলেও কখনও সূর্যাস্তের পর ঘুমাবেন না। এটি আপনার ভাগ্যের জন্য একদমই ভালো নয়। সন্ধ্যায় ঘুমোলে অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে।
সূর্যাস্তের পর পূর্বপুরুষদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এতে দেবী লক্ষ্মী বিশেষ আশীর্বাদ মেলে। সেই সঙ্গে আপনি পূর্বপুরুষদেরও কৃপা পাবেন।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
বাড়ির মূল দরজার সামনে প্রদীপ জ্বালাবেন সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালান।
সেই সঙ্গে একটা ধূপকাঠি জ্বালান। এতে দেবী লক্ষ্মী খুব খুশি হন। আপনার বাড়ি যদি কোনও নেতিবাচক শক্তি থাকে তাও বিদায় নেবে।
একটু বেশি সন্ধ্যেবেলা যদি পারেন ধ্যান করবেন। চুপ করে ঠাকুরের সামনে বসে থাকবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন।
এই কাজগুলি করলে দেবী লক্ষ্মীর কৃপা পাবেন আপনি। মাইনে বাড়বে, দেনা শোধ হয়ে যাবে।