05 July, 2023

BY- Aajtak Bangla

জুতো রাখার ধরন বলে দেয় ব্যক্তির অর্থভাগ্য কেমন

হিন্দুধর্ম ও বাস্তুশাস্ত্রে ঘরের সবকিছুর ব্যাপারে নিয়ম-কানুন দেওয়া হয়েছে। 

এই নিয়মগুলি না মানলে বাড়িতে অনেক ধরনের বাস্তু ত্রুটি দেখা দেয়।

এ কারণে ঘরে কলহ, অর্থের ক্ষতি হয়। বাড়িতে সব সময় নেতিবাচকতা থাকে।

বিশেষ করে জুতো ও চপ্পল ভুলভাবে রাখলে অনেক কষ্ট পোহাতে হয়।

এই কারণেই বাড়ির বড়রা সঠিক উপায়ে সঠিক জায়গায় জুতো এবং চপ্পল রাখতে বলেন।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের সঙ্গে জুতো ও চপ্পলের সম্পর্ক বলা হয়েছে। 

তাই এগুলি উল্টো করে রাখা উচিত নয়। শনিদেবের অসন্তুষ্টির কারণে অর্থহানি, অগ্রগতিতে বাধা হয়।

এ আরেকটি নিয়ম বলা হয়েছে যে, কখনওই অন্যের চপ্পল ও জুতা পরা উচিত নয়, এর কারণে অন্যের দুর্ভাগ্য ও খারাপ কাজের দায়ভার বহন করতে হয়।