BY- Aajtak Bangla

মানি প্ল্যান্ট লাগিয়েও সুফল মিলছে না, পাশে এই গাছ আছে নাকি?

20 December 2023

r

 বাস্তু শাস্ত্রে মানি প্লান্টকে সুখ-সমৃদ্ধির কারক গ্রহ শুক্রের গাছ মনে করা হয়।

মানি প্লান্ট রাখার সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত, তা না-হলে জীবন নানান সমস্যায় ঘিরে যেতে পারে।

সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট লাগান। কিন্তু অনেক সময় মানি প্ল্যান্ট লাগানোর সময় অনেকে  সামান্য ভুল করেন, যার কারণে তাকে নেতিবাচক পরিণতির সম্মুখীন হতে হয়।

মানি প্ল্যান্ট লাগানোর কিছু নিয়ম বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। এসব নিয়ম না মানলে লাভের পরিবর্তে লোকসান হয়।

মানি প্ল্যান্টের কাছে এমন গাছ লাগানো থেকে বিরত থাকুন, যাতে আর্থিক ক্ষতি হয়।

মানি প্ল্যান্ট হল শুক্রের কারক, এমন পরিস্থিতিতে সূর্য, মঙ্গল, চন্দ্র ইত্যাদির কারক আছে এমন গাছ লাগাবেন না। আপনি যদি এটি করেন তবে আপনি কখনই অর্থিক ক্ষেত্রে সুবিধা পেতে পারবেন না।

  ভুল করেও মানি প্ল্যান্টের কাছে আকন্দ, পলাশ ও বাবলা গাছ লাগাবেন না।

মনে রাখবেন, বাড়ির দক্ষিণ-পূর্ব অর্থাৎ আগ্নেয় কোণে মানি প্লান্ট লাগানো শুভ। উত্তর-পূর্ব বা ঈশান কোনে ভুলেও মানি প্লান্ট লাগাবেন না। বাড়ির বাইরেও মানি প্লান্ট লাগাবেন না।  

মানি প্লান্ট সবসময় নিজের উপার্জিত অর্থ দিয়ে কিনে লাগানো উচিত। নিজের বাড়ি থেকে মানি প্লান্ট তুলে অন্য কাউকে দেবেন না।

মানি প্লান্টের পাতা যদি শুকিয়ে যায়, তা হলে তা শীঘ্র সরিয়ে দিন। আবার মানি প্লান্ট যাতে মাটি স্পর্শ না-করে সে দিকে লক্ষ্য রাখতে হবে। এই গাছে যাতে সরাসরি রোদ না-পড়ে সে দিকও খেয়াল রাখবেন।

কর্মক্ষেত্রে মানি প্লান্ট লাগালে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত। সবুজ বা হলুদ রঙের বোতলে এই গাছ লাগানো উচিত। এই জিনিসগুলি অর্থ আকৃষ্ট করে।