BY- Aajtak Bangla
21 March, 2024
রান্নাঘরে লবঙ্গ, দারচিনি সবসময়ই পাওয়া যায়। তবে এগুলি সাধারণ কোনও মশলা নয়, বাস্তু গুণও রয়েছে।
জীবনে বা সংসারে যদি তীব্র অর্থ সঙ্কট থাকে, তাহলে লবঙ্গ দিয়ে এই কাজগুলি করলে প্রতিকার পেতে পারেন৷
হিন্দু ধর্মে পুজোর সময় ব্যবহার করা হয় লবঙ্গ। ঈশ্বরকে লবঙ্গ দেওয়া হয়।
দুর্গা পুজোতেও দেওয়া হয় লবঙ্গ। মা দুর্গার পায়ের কাছে একজোড়া লবঙ্গ নিবেদন করা হয়।
খুব পরিশ্রম করেও অনেক সময় ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রতি মঙ্গল ও শনিবার লবঙ্গের এই প্রতিকার করতে পারেন৷
হনুমানের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একজোড়া লবঙ্গ জ্বালান৷ তারপরে হনুমান চালিসা পাঠ করুন৷ সঙ্কট দূর করার জন্য প্রার্থনা করুন সঙ্কটমোচনের কাছে৷
ইন্টারভিউ দিলেও, চাকরি পেতে সমস্যা হচ্ছে? বাড়ি থেকে বেরনোর সময় দু'টি লবঙ্গ মুখে রাখুন। তবে সেই অফিসে যাওয়ার আগে সেটা ফেলে দিন। প্রস্তুতি নিয়ে গেলে লাভবান হবেন৷
ধার দেওয়া টাকা ফেরত পাচ্ছেন না? সেক্ষেত্রে পুজোর সময় ২১টি লবঙ্গ নিয়ে মা লক্ষ্মীর সামনে পুড়িয়ে দিন৷
পূর্ণিমা বা অমাবস্যার রাতে কর্পূর এবং ২১টি লবঙ্গ একসঙ্গে পোড়ালেও তা অত্যন্ত শুভ হয়৷ টাকা পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রতিকার৷
আর্থিক সঙ্কট থেকে বাঁচতে ৭টি গোলমরিচ এবং ৭টি লবঙ্গকে মাথার চারপাশে ঘুরিয়ে এমন একটি জায়গায় ফেলে দিন যেখানে অন্য কোনও দ্বিতীয় ব্যক্তি সেগুলি দেখতে না পায়৷
বাড়ির সদস্য যদি রোগ ভোগের মধ্যে থাকেন তা হলে, ৭ থেকে ৮টি লবঙ্গ একটি প্যানের উপর রেখে পুড়িয়ে ফেলুন। এরপর বাড়ির প্রত্যেকটা ঘরের কোণায় কিছুক্ষণ করে তা রেখে দিন।