BY- Aajtak Bangla
14 June, 2025
বাড়ির ছাদে বা বারান্দায় নানা পাখি উড়ে আসে। চড়ুই সেগুলির মধ্যে অন্যতম।
শকুন শাস্ত্রে এই পাখি সম্পর্কিত কিছু শুভ ও অশুভ লক্ষণের কথা বলা হয়েছে।
বাড়িতে চড়ুই পাখি বাসা তৈরি করলে কী হয়, জেনে নিন।
জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে, বাড়িতে চড়ুইয়ের বাসা তৈরি করে সেখানে বসবাসকারী মানুষদের জন্য শুভ।
চড়ুইয়ের সেই বাসা সৌভাগ্য বয়ে আনে।
যে বাড়িতে পাখি বাসা বাঁধে সেই বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। এমনকি দুর্ভাগ্যও সৌভাগ্যে পরিণত হয়।
আপনার গৃহে চড়ুই পাখি বাসা করেছে তাহলে কিন্তু সেই বাসাকে একেবারেই ভেঙে দেবেন না বা নষ্ট করে দেবেন না বা চড়ুই পাখি কে উড়িয়ে দেবেন না।
চড়ুই পাখি যদি আপনার বাড়িতে ডিম পাড়ে এবং সেখান থেকে যদি বাচ্চা হয়, তাহলে বুঝতে হবেআপনার জীবনে আরও সমৃদ্ধি আসতে পারে।
বাড়ির মধ্যে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে চড়ুই পাখি। চড়ুই পাখির কিচিরমিচির আওয়াজ এর মধ্যে রয়েছে অনেক বেশি পজিটিভ এনার্জি।
বাস্তু বলছে, আপনার গৃহে যদি এই পাখি বাসা করে, তাহলে আপনি আপনার কর্মস্থলে অনেক বেশি উন্নতি করতে পারবেন।