BY- Aajtak Bangla

বাড়ির এই দিকে তুলসী গাছ? বাড়বে সমস্যা-দারিদ্র

27 SEPTEMBER, 2023

হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব যথেষ্ট রয়েছে। এই গাছটি প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে। শাস্ত্র মতে, তুলসী গাছকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলে মনে করা হয়।

শাস্ত্র মতে, তুলসীতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এবং এর পূজা করা খুবই শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ ও বাস্তু উভয় মতেই, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।

তবে তুলসী গাছ রাখার কিছু বিশেষ নিয়ম আছে এবং তা না মানলে সংসারে অশুভ প্রভাব পড়ে। চলুন জেনে নিন বাড়ির কোন দিকে তুলসী গাছ রাখতে হবে বা কোন দিকে রাখলে বাড়বে দুর্ভোগ...

বাস্তু মতে, তুলসী গাছের জন্য পূর্ব দিককে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বাড়িতে যদি পূর্ব দিকে জায়গার সমস্যা হয়, তাহলে উত্তর বা উত্তর-পূর্ব দিকেও তুলসী গাছ রাখতে পারেন।

উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে, বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। এই দিকে একটি তুলসী গাছ রাখলে সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে।

তবে ঘরের দক্ষিণ দিকে তুলসী গাছ কখনওই লাগানো বা রাখা উচিত নয়। শাস্ত্র মতে, দক্ষিণ দিককে পূর্বপুরুষের দিক বলে মনে করা হয়। বাস্তু মতে, এই দিকে তুলসী গাছ রাখলে অশুভ প্রভাব পড়ে।

দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে ঘরে আর্থিক ক্ষতি হতে পারে, বেড়ে যাতে পারে টাকার টানাটানি। এছাড়াও অযাচিত খরচে কমতে পারে সঞ্চয়।

সূর্যগ্রহণ, দ্বাদশী, রবিবার আর মঙ্গলবারে তুলসী গাছ ভাঙা উচিত নয়। আর স্নান না করে কখনওই তুলসী স্পর্শ করা উচিত নয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছের কাছে কখনও কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। তুলসী গাছের পাশে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।