BY- Aajtak Bangla

ঘরের এইদিকে ঝোলান নতুন বছরের ক্যালেন্ডার, হু হু করে টাকা ঢুকবে

1st January, 2025

নতুন বছর ২০২৫ সাল এসে গেল। আর সকলেই এইদিন নতুন বছরের ক্যালেন্ডার বাড়িতে নিয়ে আসবেন।

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নতুন ক্যালেন্ডার রাখার কিছু নিয়ম বলা হয়েছে। বাস্তু অনুযায়ী, ঘরের একটি বিশেষ দিকে ক্যালেন্ডার ঝোলালে সুখ-সমৃদ্ধি বাড়বে।

বাস্তু অনুযায়ী, নতুন বছরের ক্যালেন্ডার ঝোলানোর জন্য পশ্চিম দিশাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কারণ বাস্তু অনুযায়ী, এই দিশা প্রবাহের দিশা।

ঘরের এইদিকে ক্যালেন্ডার ঝোলালে অর্থের প্রবাহ ভাল থাকবে। আয়ের রাস্তা খুলে যাবে আর বাড়িতে কখনও টাকার অভাব থাকবে না।

ঘরের উত্তর দিশাতে ক্যালেন্ডারের সঙ্গে প্রকৃতি, ঝর্না বা প্রবাহিত নদীর ছবি রাখা শুভ ও ভাল বলে মনে করা হয়।

আপনি চাইলে উত্তরদিকেও ক্যালেন্ডার ঝোলাতে পারেন। এই দিশাকে ভগবান কুবেরের দিশা বলে মনে করা হয়। এইদিকে ক্যালেন্ডার রাখলে অর্থের কমতি হয় না।

বাস্তু অনুসারে, অর্থ লোকসান ও স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচার জন্য নতুন বছরের ক্যালেন্ডার দক্ষিণ দিকে কখনও ঝোলাবেন না।

নতুন বছরের ক্যালেন্ডার দরজার পিছনে বা জানলার আশ-পাশে কখনও রাখবেন না। এই জায়গয় ক্যালেন্ডার রাখলে উন্নতি থমকে যাবে।