31 March, 2025
BY- Aajtak Bangla
বাড়ির জিনিসপত্রের সঙ্গে বাস্তুর যোগ রয়েছে। বাড়িতে কোনও শুভ বা অশুভ কিছু ঘটলে তার সঙ্গে বাস্তু জড়িত থাকে।
প্রতিটি বাড়িতেই কাচের জিনিস ব্যবহার করা হয়ে থাকে। কাচের গ্লাস থেকে শুরু করে আয়না। আর এগুলো ভঙ্গুর হয়।
বাড়িতে হঠাৎ করে কাচ ভেঙে গেলে আমরা সেভাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করি না।
হিন্দু ধর্ম প্রাচীন কাল থেকে কাচ ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে। কাচ ভাঙা নিয়ে কী কী ধারণা রয়েছে আসুন জেনে নিই।
বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির কাচ বা আয়না হঠাৎই ভেঙে গেলে, বুঝবেন বাড়িতে আগত কোনও সঙ্কটকে আত্মস্থ করে নিয়েছিল ওই কাচ বা আয়না।
বাড়িতে দরজা বা জানালার কাচ ভেঙে গেলে বা তাতে ফাটল দেখা দিলে তাকে অশুভ মনে করবেন না। কারণ এটি কোনও সুসংবাদের দিকে ইঙ্গিত দেয়
বাস্তু অনুযায়ী বাড়িতে কাচ ভেঙে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ এটি পুরনো কোনও ঝগড়ার সমাপ্ত হওয়ার ইঙ্গিত দেয়।
ঘরে ভাঙা কাচ রাখবেন না। অনেক সময় দেখা যায় বাড়িতে ভাঙা আয়নার ব্যবহার ৷ এই ঘটনা দারুণ অশুভ। এই ভাঙা কাচ ঘরে নেগেটিভ এনার্জি তৈরি করে দেয়।