09 April, 2024
BY- Aajtak Bangla
কোনও টাকার গাছ নয়। বাড়ির আলমারিতে একটি বিশেষ ফুল রাখলেই ধন-সম্পত্তি ফুলে-ফেঁপে উঠবে।
সব ফুলের মধ্যে পলাশকে শুভ বলা হয়। এতে ঈশ্বরের বাস। পলাশ ফুল হিন্দুদের জন্য পবিত্র বলে মনে করা হয়।
পলাশ ফুল দেখতে খুব সুন্দর। বাড়িতে পলাশ গাছ লাগিয়েও সমৃদ্ধি অর্জন করতে পারেন। তবে কতগুলি ফুল রাখলে আর কীভাবে রাখলে টাকা হু হু করে আসবে জেনে রাখুন।
বাস্তু অনুযায়ী, বৃহস্পতিবার পলাশ ফুলের একটি বান্ডিল রাখুন। এতে পরিবারের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এছাড়াও, একাদশীর দিনেও এই প্রতিকার করতে পারেন।
বাস্তুতে, পলাশ ফুল গ্রহদোষ দূর কর। পলাশ ফুলে ত্রিদেব বাস করেন।
পলাশ ফুলের রঙ লাল এবং বাস্তুশাস্ত্রে, লাল রঙের ফুলের গাছের জন্য দক্ষিণ দিক শুভ বলে মনে করা হয় না। কারণ দক্ষিণ দিককে আগুনের দিক হিসেবে ধরা হয়। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
পলাশ ফুল আলমারিতে রাখলে ভাগ্য ফিরবে। অর্থনৈতিক সমস্যাও মিটে যাবে। বসন্ত থাকতে থাকতে এই ফুল কিনে বা জোগাড় করে রাখুন। টাকা বাড়বে।