16 December, 2023

BY- Aajtak Bangla

বাড়ির এইদিকে পার্স রাখেন নাকি? এইজন্য বাড়তি খরচ হচ্ছে আপনার

এত পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছেন না। দারিদ্র পিছু ছাড়ছে না আপনার।

টাকা এলেও তা জলের মতো খরচ হয়ে যাচ্ছে। আপনি রীতিমতো সমস্যায় জেরবার।

তবে বাস্তু বলছে এর সমাধান রয়েছে। বাড়িতে কোথায় আপনি টাকার পার্স রাখেন, তার উপর নির্ভর করে টাকা আসবে না যাবে!

বাস্তু অনুযায়ী, বাড়িতে ভুল জায়গায় পার্স রাখলে জীবন অভাবে ভরে ওঠে। আর সঠিক জায়গায় পার্স রাখলে জীবন ভরে ওঠে অর্থে।

বাস্তুমতে,টাকার পার্স বা মানিব্যাগ সবসময় রাখুন বাড়ির উত্তর দিকে। বিশ্বাস করা হয় এটি ভগবান কুবেরের স্থান।

বাড়ির উত্তরে টাকা-পয়সা বা মূল্যবান জিনিস রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি হয়। শুধু তাই নয়, বাড়ির ভিতরে পজিটিভ এনার্জি ভরে ওঠে। জীবন সুখ-স্বাচ্ছন্দে পরিপূর্ণ হয়।

যদি বাড়ির উত্তর দিকে টাকার পার্স রাখতে না পারেন, তবে রাখুন বাড়ির পূর্বদিকে। সিন্দুক, যে আলমারিতে টাকা-গয়না রাখেন, সেগুলিও বাড়ির পূর্বদিকে রাখুন।

বাস্তুমতে, ঘরের চার কোনায় রাখা আলমারি বা টেবিলে টাার ব্যাগ বা গয়নার বাক্স রাখা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হয়।

বিশেষত, উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পশ্চিম কোণে ভুলেও মূল্যবান জিনিস রাখা চলবে না। এতে অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে দেখা দেবে ঘোর অনটন।