30 APRIL 2025
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে গাছ এবং উদ্ভিদকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে, বিশ্বাস করা হয় গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
তবে গাছ লাগানোর কিছু নিয়ম আছে। যা অনুসরণ করলে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।
এর মধ্যে একটি হল লেবু গাছ। অনেকেই বাড়িতে লেবু গাছ লাগান। জানেন এর কী প্রভাব হতে পারে। শুভ নাকি অশুভ? জেনে তবেই লাগান।
বাড়িতে কোনও কাঁটা যুক্ত গাছ রাখা শুভ নয়। এটা সুখের বার্তা দেয় না।
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে কাঁটাযুক্ত গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে টান, প্রেম, ভালোবাসা বোঝায়। এছাড়া, লেবুর স্বাদ টক। ফলে দু'টি ভিন্ন ধরনের বিষয়।
বাড়িতে লেবুগাছ যদি একান্তই রাখতে হয় তাহলে কোন দিকে রাখবেন জানুন।
লেবুগাছ কখনও বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একেবারেই পুঁতবেন না। এতে ক্ষতি হয়।
বাস্তুতে ঘরে যে কোনও কাঁটাযুক্ত গাছ লাগানো অশুভ। সম্পর্কেও কাঁটা ভরে যায়। তাই বাড়িতে লেবু গাছ লাগানো কঠোরভাবে নিষিদ্ধ।
বাড়ির বাগানে ঘর থেকে একটু দূরে লেবু গাছ লাগাতে পারেন। বাড়ির ভিতরে থাকলে লেবুগাছ ঘর থেকে সরিয়ে ফেলুন।