24 AUGUST, 2023
BY- Aajtak Bangla
শাস্ত্রে টিকটিকিকে শুভ মনে করা হয়। ঘরে টিকটিকি থাকা শুভ।
সকালে টিকটিকি দেখা মানে তা অর্থনৈতিক মুনাফা এবং আয় বৃদ্ধির পূর্বাভাস।
বিশ্বাস অনুসারে, মেঝেতেvটিকটিকি দেখাও খুব শুভ বলে মনে করা হয়।
বাড়ির পুজোর জায়গায় বা ঠাকুর ঘর টিকটিকি দেখা গেলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
মনে করা হয়, ঠাকুর ঘরে টিকটিকি দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ।
সেই কারণে পুজোর ঘরে বা আশেপাশে টিকটিকি দেখলেই তাকে তাড়িয়ে দেবেন না।
যে বাড়িতে পুজোর স্থানে টিকটিকি থাকে, সেখানে লক্ষ্মী বাস করেন।
দীপাবলির রাতে টিকটিকি দেখাও খুব শুভ বলে মনে করা হয়।
মনে করা হয়, দীপাবলির দিনে যে ব্যক্তি টিকটিকি দেখেন, তাঁর ভাগ্য খুলে যায়।