30 JUNE, 2023

BY- Aajtak Bangla

সংসারের এই ৫ কাজ রাতে করলেই বাড়বে দারিদ্র

ঘর পরিষ্কার রাখা প্রয়োজন। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই সংসারে শ্রী লক্ষ্মী থাকেন। বাস্তুশাস্ত্র শুধু বাড়ি তৈরিতেই নয়, বাড়ির সঙ্গে সম্পর্কিত দৈনন্দিন কাজ এবং প্রচেষ্টাও এর অংশ।

যেমন, ঘর পরিষ্কার রাখতে ঘরে ঝাড়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার, অসময়ে ঘর পরিষ্কার করতে গিয়ে বাস্তু দোষ তৈরি হতে পারে যা সংসারে নানা ধরনের সমস্যা বাড়িয়ে তুলতে পারে।

বাস্তু দোষ তৈরি হলে পরিবারের সদস্যদের দারিদ্র, অর্থকষ্ট, রোগ-ব্যাধির মতো নানা সমস্যায় ভুগতে হতে পারে। তাই জেনে নিন ঘরের কোন কাজগুলি কখন করলে বাস্তু দোষ তৈরি হতে পারে...

বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘরে ঝাড়ু দেওয়া উত্তম কাজ। এমনকি দিনের আলো থাকা পর্যন্ত ঘরে ঝাড়ু দেওয়ায় কোনও দোষ নেই। কিন্তু সূর্যাস্তের পর ঘরে ঘরে ঝাড়ুর ব্যবহার একেবারেই উচিত নয়।

শুধুমাত্র দিনের মধ্যে একেবারেই প্রয়োজন অনুযায়ী ঘরে ঝাড়ুর ব্যবহার করা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সন্ধে বা রাতে ঘরে ঝাড়ু দেওয়া একেবারেই উচিত নয়। এর ফলে লক্ষ্মী সংসার ত্যাগ করেন।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সন্ধে বা রাতে ঘরে ঝাড়ু দিলে পরিবারের সদস্যদের সুখ, শান্তি এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্য তৈরি হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাতে ঘরে ঝাড়ু দেওয়া ছাড়াও ঘর মোছা একেবারেই উচিত নয়। এর ফলে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায়।

বাস্তু মতে, সন্ধে ও রাতে বাড়ির রান্নাঘর বা শোবার ঘরের বাস্তুতে কোনও রকম পরিবর্তন না করাই উচিত। এই কাজ সংসারে অমঙ্গল ডেকে আনে, নানা সমস্যা বাড়িয়ে তুলতে পারে।

বাস্তু মতে, সন্ধে ও রাতে বাড়ির দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিকের ঘরগুলিতে জরুরি কাজ এড়িয়ে চলুন।