BY- Aajtak Bangla

বার বার মুখ দেখেন আয়নায়? আপনার বদভ্যাসেই থমকে উন্নতি

15th September, 2024

দিনের শুরু, সকালটা প্রত্যেকটি মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুজনেরা জানিয়ে থাকেন, যে দিনের শুরুটা সুন্দর হয়, সেদিন গোটা দিনটাই ভাল কাটে৷

অন্যদিকে, দিনের শুরুটা যদি খারাপ হয়, তাহলে সারাদিনই খারাপ কাটে।

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, ঘুম থেকে উঠে প্রথম কার মুখ দেখছেন, তার উপরেও নির্ভর করে আপনার দিনটা কেমন কাটবে।

তবে এমন অনেকেই রয়েছেন যারা সকালে উঠেই আয়না দেখেন। কিন্তু, বিষয়টার কী প্রভাব পড়ে আমাদের জীবনে, সেটা কি জানেন?

বাস্তুশাস্ত্র বলে যে, এই অভ্যাস ভাল জিনিস নয়। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অভ্যাস জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

স্বাস্থ্য সমস্যা, সম্পদ এবং সম্পত্তি হানির পরিস্থিতি তৈরি হয়।

রাতে ঘুমনোর পরে নেতিবাচক শক্তি আয়নার চারপাশে সঞ্চালিত হয়। তারপরে এটি কেন্দ্রীভূত হয় আয়নায়।

সকালে ঘুম থেকে ওঠার পরই আপনি যদি আয়নায় নিজের মুখ দেখেন, তাহলে সেই নেতিবাচক শক্তিই আপনাকে গ্রাস করবে। বিষয়টি বিরক্তি, রাগ, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।  

আয়না যে কোনও ব্যক্তির মন এবং শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকালে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই।

বার বার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা অত্যন্ত খারাপ অভ্যাস। এতে জীবনে নেমে আসতে পারে আর্থিক সমস্যা, ব্যক্তিগত জীবনেও সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি করে দিতে পারে এই অভ্যাস।