01 January, 2024
BY- Aajtak Bangla
দারিদ্রে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে? নতুন বছরেই দ্রুত মুক্তি পেতে পারেন গরিবি থেকে।
অনেকে ঋণে ডুবে রয়েছেন। ঋণ, দারিদ্রে যাঁদের ত্রাহি অবস্থা, তাঁদের জন্য নতুন বছরে কিছু টোটকা রইল।
দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়।
প্রথমত, নিত্য দিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না।
যদি বাড়িতে কখনও প্রয়োজন ছাড়া গাছ কাটা হয়, তা হলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে।
বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কিছু রাখতে নেই।
যেমন পাথরের চাঁই, মাটির ঢিবি জাতীয় কিছু। এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়।
বাড়িতে কোথাও কোনও ভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্র দ্রুত প্রবেশ করে।
ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়
বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে।