শ্রাবণ মাসে বাড়িতে তুলসীর সঙ্গে লাগান এই গাছগুলি, আসবে সুখ-অর্থ
সনাতনী রীতিতে ঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখনও বহু বাড়িতে প্রতিদিন তুলসী গাছের পুজো করেন গৃহকর্ত্রীরা।
সনাতনীদের বিশ্বাস,এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বাড়িতে সুখ,সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না। বাড়ির ভিতরে উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগালে শুভ ফল মেলে।
বৃহস্পতিবার, ১৪ জুলাই শুরু হচ্ছে শ্রাবণ মাস। শেষ হচ্ছে ১২ অগাস্ট। শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়।
ধুতরা ফুল শিবের খুব প্রিয়। এই ফুল দেওয়া হয় তাঁকে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে,ধুতরায় ভগবান শিব বাস করেন।
এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার ও রবিবার ধুতরা গাছ লাগালে শিবের আশীর্বাদ মেলে। বাড়িতে ধন-সম্পত্তির বৃষ্টি হয়।
বাড়িতে কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এতে ঘরের নেতিবাচকতা দূর হয়।
যদিও তুলসী এবং কলা গাছ একসঙ্গে লাগাবেন না। বাড়ির প্রধান দরজার বাম পাশে তুলসী এবং ডান পাশে কলাগাছ লাগাতে পারেন।
বাস্তু মতে,শ্রাবণ মাসে ঘরে চাঁপা গাছ লাগালে খুব উপকার পাওয়া যায়। ঘরে উত্তর-পশ্চিম দিকে চাঁপা গাছ রোপন করুন।
শ্রাবণ মাসে বাড়িতে লাগান লজ্জাবতী গাছ। ঘরে লজ্জাবতী গাছ থাকলে সমৃদ্ধি হয় পরিবারের সদস্যদের।