22 March, 2024
BY- Aajtak Bangla
হিন্দুধর্মে প্রতিটি পুজোতেই অখণ্ড চালের গুরুত্ব রয়েছে। এটি দান না করলে পুজো সম্পন্ন হয় না।
বিশ্বাস করা হয়, বাড়িতে চাল রাখার পাত্র খালি রাখলে অর্থভাগ্যও খালি হয়ে যায়। তাই মা, দিদিমারা চাল নেওয়ার সময় একমুঠো করে তুলে রাখতেও দেখা যায়।
বাস্তু মতে চাল অর্থ টানতে পারে। সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তাই লক্ষ্মীবারে চালের কিছু টোটকা করুন। বেতনবৃদ্ধি, অর্থাভাব সবকিছু কাটবে।
বৃহস্পতিবার লাল রঙের রেশমী কাপড়ে চাল ও হলুদ রেখে তা লক্ষ্মীর সামনে রাখুন। তারপর দেবীর আরাধনা করুন। পুজো শেষে হলে কাপড়টি নিজের পার্সে রাখুন। ভাগ্য বদলে যাবে।
এছাড়া, বৃহস্পতিবার এক মুঠো সেদ্ধ ভাত নিয়ে বাড়ির আশেপাশের কোনও পুকুর বা পরিষ্কার জলাশয়ে নিবেদন করুন। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে।
বারবার আর্থিক সঙ্কটে পড়লে কাককে ভাত খাওয়ান।
শনির দোষ থেকে মুক্তি পেতে কুকুরদের ভাত খাওয়ান।
হাতে টাকা না থাকলে কয়েক দানা চাল রাখুন পার্সে।