BY- Aajtak Bangla

কী রং, কোন দিকে আলমারি রাখলে টাকার অভাব হবে না

15 JULY, 2023

ঘরে আলমারি সকলেরই থাকে। জামাকাপড় ভালো রাখতে আলমারি ব্যবহার করেন প্রায় সকলেই।

তবে শুধু জামাকাপড় নয়,পাশাপাশি নামী গয়না, অর্থ এবং অন্যান্য দামী নথিপত্র থাকে এর মধ্যেই। তাই জেনে নিন কোন বাস্তু নিয়ম মেনে বাড়িতে আলমারি রাখবেন।

কোন নিয়ম মেনে বাড়িতে আলমারি রাখবেন? তার উপরেই নির্ভর করবে আপনার সংসারের সুখ স্বাছন্দ্য।

পাথর বা মার্বেলের আলমারি কোনও সময় কিনবেন না। কাঠের বা কোনও ধাতুর আলমারি তৈরিকরুন। এতে নেতিবাচক প্রভাব দূর হয়ে যায়। কোন দিকে রাখবেন?

শোওয়ার ঘরে আলমারি রাখতে পারেন। তবে তার কাছে আয়না রাখবেন না। বিছানার উল্টোদিকেও কখনও আলমারি রাখবেন না। দেখবেন যাতে আলমারির দরজার মুখ থাকে পূর্ব বা দক্ষিণ দিকে। আলমারির রং বাছুন হাল্কা শেডের।

আলমারির রঙের জন্য সাদা, হাল্কা নীল, সবুজ, প্যাস্টেল বা ক্রিম শেড বেছে নিন

আলমারিতে টাকা রাখলে অর্থা‍ত আলমারিতে লকার থাকলে সেটি রাখুন উত্তর দিকে। কারণ সেদিকটি ভগবান কুবেরের দিক।

তবে উত্তর পূর্বদিকে কখনওই লকার-সহ আলমারি রাখবেন না।

এই সমস্ত কিছু মানতে পারলে অর্থের অভাব হবে না